তৎপর হোন প্রস্তুত থাকুন
জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের এই সময়টা এখন বজ্রপাতের। বর্ষাকালের সবচেয়ে বেশি বজ পাত হতে দেখা যায়। বিজ্ঞানীদের মতে, আকাশে যে মেঘ তৈরি হয়, তার ২৫ থেকে ৭৫ হাজার ফুটের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে বেশি। বজ্রপাতের গতি প্রতি সেকেন্ডে ৬০ হাজার মিটার বেগে নিচে নেমে যায়। সেই বিদ্যুতের 3ন্যই আমরা আকাশে তাৎক্ষণিক আলো জ্বলতে দেখি। তখন সেটার দূরত্বের ওপর নির্ভর করে শব্দটা তখন আমাদের কানে চলে আসে।
এই ভয়াবহ বজ্রপাত নিজেদের নিরাপদে রাখতে হবে। এর জন্য যা যা করা দরকার জেনে নেই সে সম্পর্কে।
সর্বোপরি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এ বর্ষা মৌসুমে উপরোক্ত সতর্কতাগুলো একটু গুরুত্বের সঙ্গে মেনে চলতে চেষ্টা করা । এগুলো সতর্কতা নিলেও দুর্ঘটনা ঘটবে না এমনটি বলা মুশকিল । আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বজ্রপাতের পেছনে বায়ুদূষণ অন্যতম কারণ । বজ্রপাতকে আবহাওয়া সম্পর্কিত দ্বিতীয় বৃহত্তম ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ ।
Post a Comment