রক্ত দানের অসাধারন প্রক্রিয়া প্লাটিলেট
প্লাটিলেট কি এবং প্লাটিলেট দিলে কোনো সমস্যা হয় কি না?
রক্ত দানের অসাধারন প্রক্রিয়া প্লাটিলেট , আপনি যখন একাই ৪ জন রক্তদাতার সমতুল্যতাই এখনি জেনে নিন প্লাটিলেট সম্পর্কে
রক্ত দানের অন্যতম প্রক্রিয়া প্লাটিলেট সিস্টেম কি?
সাধারনত এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয়... প্রথমে ৪ জন রক্তদাতা থেকে ৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং প্রতি ব্যাগ রক্ত থেকে প্লাটিলেটগুলো আলাদা করে ১ ব্যাগ প্লাটিলেট করা হয়...নাহ এবার আপনাকে ৪ ব্যাগ রক্ত দিতে হবে না সেজন্য, মাত্র ১ ব্যাগ প্লাটিলেট দিলেই আপনি কিন্তু ৪ জন রক্তদাতার কাজ একাই করতে পারবেন
আপনি কিভাবে ৪ জন রক্তদাতার কাজ একাই করবেন?
'Plateletapheresis' বা 'প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতিতে ১ ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয় না... একজন রক্তদাতা থেকেই ১ ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করা হয়...অর্থাৎ সাধারন পদ্ধতিতে যেখানে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয় সেখানে 'প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতিতে মাত্র ১ জন রক্তদাতার প্রয়োজন হয়... অর্থাৎ আপনি একাই ৪ জন রক্তদাতার কাজ করে ফেলছেন
আপনি ৪ জনের প্লাটিলেট একাই দিচ্ছেন এতে আপনার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে কিনা?
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, 'প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতিতে একজন রক্তদাতা থেকে প্লাটিলেট সংগ্রহ করলে রক্তদাতার শরীর থেকে সর্বোচ্চ ২০ শতাংশ প্লাটিলেট কমে যায়, যা ক্লিনিকালি তেমন কোনো বড় অংশ নয় রক্তদাতার জন্য... মানে, যতটুকু প্লাটিলেট কাউন্ট কমছে তা রক্তদাতার শারীরিক কোনো অসুবিধার কারন হবে না... সম্পূর্ণ নিরাপদ
প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতি কিভাবে কাজ করে?
২. সে পাত্র থেকে রক্তের প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা হয়ে ৩ টি আলাদা পাত্রে জমা হয়।
৩. জমাকৃত 'রেড ব্লাড সেল' গুলো যান্ত্রিকভাবে রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়।
৪.'রেড ব্লাড সেল' শরীরে ফিরে যাবার পর প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু হয়...আবার নতুন করে আরো কিছু রক্ত মেশিনটির পাত্রে জমা হয়... সেখান থেকে প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা পাত্রে জমা হয়... এবং 'রেড ব্লাড সেল' গুলো পুনরায় শরীরে ফিরিয়ে দেয়া হয়।
৫.এভাবে যখন প্লাটিলেটের পাত্রটি পূর্ণ হয়ে যায়, তখন প্লাটিলেটের পাত্রটি সরিয়ে নেয়া হয় এবং আলাদা পাত্রে জমা হওয়া 'প্লাজমা' পুরোটাই রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়...
জেনে রাখুন
১) 'প্লাটিলেট এফেরেসিস' পদ্ধতি অনেক সময় সাপেক্ষ... এই পদ্ধতিতে প্লাটিলেট দান করতে দেড় থেকে ২ ঘন্টা সময় লাগে... (৪ জনের কাজ একাই করছেন, একটু সময় না হয় লাগলই)
২) এই পদ্ধতিতে রক্তদানের জন্য-
• স্বাস্থ্যবান রক্তদাতার প্রয়োজন হয়।
• রক্তের হিমোগ্লোবিন ১৪+ হতে হয়।
• ৬০+ কেজি ওজন হতে হয়।
• হাতের ভেইন মোটা হতে হয়।
• শরীরে প্লাটিলেট ২ লক্ষ ৫০ হাজার+ থাকতে হয়।
• পুরুষ রক্তদাতা হলে ভালো কারন পুরুষ রক্তদাতাদের প্লাটিলেট কাউন্ট বেশি থাকে।
৩) 'প্লাজমা' ফিরিয়ে দেয়ার সময় রক্তদাতা বেশ 'শীত শীত' অনুভব করেন... 'প্লাজমা'গুলো সমস্ত শরীরের সাথে এডজাস্ট হতে কিছুটা সময় লাগে, তাই এমন অনুভূত হয়।
৪) এই পদ্ধতিতে প্লাটিলেট সংগ্রহ ব্যয়বহুল... তবে ৪ জন রক্তদাতা ম্যানেজ করা থেকে ১ জন রক্তদাতা খুজে পাওয়া বেশ সহজ - তাই এই পদ্ধতি অনেক গ্রহণযোগ্য।
Post a Comment