পিভিসি আধার কার্ড আবেদন অনলাইনে
ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড, প্যান কার্ডের মতো পলিভিনাইল ক্লোরাইডের (পিভিসি) আধার কার্ড তৈরি শুরু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (এইআইএডিএআই)। পকেটে, মানিব্যাগে নিয়ে যাওয়ার সুবিধার জন্য অক্টোবর থেকে এই টেকসই আধার কার্ড দেওয়ার পরিষেবা শুরু হয়েছে।
এর জন্য আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে। যে সমস্ত ভারতীয় বাসিন্দার মোবাইল নম্বর আধারে নথিভুক্ত নেই তাঁরাও অনথিভুক্ত বা অন্য কোনও মোবাইল নাম্বার দিয়ে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্থ সদস্যের আধার কার্ড রয়েছে তাঁদের জন্যই এই আবেদন করা যাবে। নতুন আধার কার্ড করানোর জন্য এই ব্যবস্থা নয়।
কী ভাবে অর্ডার দেওয়া যাবে
১) প্রথমে https://tatyana.uidai.gov.in/access/login?role=resident
এই লিঙ্কে যেতে হবে
২) তারপর আধার কার্ড অর্ডার দিতে নিজের আধার নম্বর বা ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর বা ইআইডি দিতে হবে।
৩) ওটিপি পাওয়ার জন্য সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। এ ক্ষেত্রে আধারে নিজের নথিভুক্ত মোবাইল নম্বর বা অন্য কোনও মোবাইল নম্বর ওটিপি পেতে ব্যবহার করা যেতে পারে। ওটিপি পাওয়ার পর তা নির্দিষ্ট জায়গায় তথ্য যাচাইয়ের জন্য দিতে হবে।
৪) নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করলে আধার কার্ডের ছবি দেখা যাবে। অনথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করলে বিশদে তথ্য দেখা যাবে না।
৫) এম-আধার অ্যাপের মাধ্যমে আবেদন ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করা যেতে পারে।
৬)ওটিপি দেওয়ার পর প্রয়োজনীয় চার্জ দিয়ে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
English Language:
PVC Aadhaar Card Application Online
The Unique Identification Development Authority of India (AIADAI) has started making Aadhaar cards of polyvinyl chloride (PVC) like bank debit or credit cards, PAN cards. The service of issuing this durable Aadhaar card has started from October for the convenience of carrying in pocket, wallet.
For this you have to pay 50 rupees charge. All Indian residents who are not registered with Aadhaar mobile number can also apply for PVC Aadhaar card with unregistered or any other mobile number. This application can be made only for all the members who have Aadhaar card. This is not an arrangement for getting a new Aadhaar card.
How to apply
1) 1st https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint
Must go to this link
2) Then to order Aadhaar card you have to give your Aadhaar number or Virtual Identification Number or EID.
3) To get OTP, you have to click on the send OTP button. In this case Aadhaar can be used to get your registered mobile number or any other mobile number OTP. After receiving the OTP, it has to be given at the specified place for verification of information.
4) If you use the registered mobile number, you will see the picture of Aadhaar card. If you use an unregistered mobile number, you will not see detailed information.
5) One-time password given for a certain period of time can be used in case of application through M-Aadhaar app.
6) After giving OTP, you can apply for PVC Aadhaar card with necessary charges.
Post a Comment