Adsence

অটিজম- দ্রুত ব্যবস্থা নিন, দ্রুত সনাক্ত করুন।।

অটিজম শিশুদের বিকাশজনিত সমস্যা যেখানে সামাজিক সম্পর্ক, যোগাযোগ এবং আচরণের পরিবর্তনই প্রধান বিষয়। যার লক্ষণ সাধারণত শিশুর জন্মের দেড় বছর থেকে তিন বছরের মধ্যে প্রকাশ পায়। অটিজম থাকলে শিশু তার পরিবেশের সাথে যথাযথ ভাবে যোগাযোগ করতে পারে না। যেমন ভাষার ব্যবহার রপ্ত করতে পারে না, নিজের ভেতর গুটিয়ে থাকে,সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে না, আচরণের সমস্যা দেখা দেয় এবং একই কাজ বা আচরণ বার বার করতে থাকে বা হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে। অটিজমের সঠিক কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।





কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.