Adsence

মাস্ক পরার নিয়মকানুন / Rules for wearing a mask

বাজার-দোকানে যাচ্ছেন ? বাড়ি থেকে বেরোচ্ছেন ওষুধ কিনতে ? অবশ্যই মাস্ক পরে নেবেন। কিন্তু ঘরে রুমাল দিয়ে বানিয়ে নেওয়াই হোক, অথবা দোকান থেকে কেনা, মাস্ক কার্যকরী তখনই, যখন তা সঠিক ভাবে পরা হয়। মাস্ক পরতে হলে কী কী করবেন এবং করবে না, তার বিবরণ।

যা যা করবেন না

চিবুক খোলা রাখবেন না

এমন ভাবে মাস্ক পরবেন না যা না নাকের তলা থেকে শুরু হয়

পাশে ফাঁকা থেকে আছে, এমন আলগা করে পরবেন না

চিবুকের তলায় ঠেলে দিয়ে মুখোশ গলায় ঝলিয়ে রাখবেন না

শুধু নাকের ডগা পর্যন্ত ঢাকা আছে, এমন ভাবে পরবেন না


যা করবেন

এমন ভাবে মাস্ক পরবেন যেন তা উপরে দুই চোখের মাঝামাঝি নাকের যে অংশটি, ততটা ঢেকে রাখে এবং নীচে চিবুকের তলা পর্যন্ত ঢাকা থাকে। আঁট করে পরুন যেন মুখোশে কোনও ফাঁক না থাকে।

আরও কিছু পরামর্শ

মাস্ক সংক্রমণের থেকে বাঁচতে পারে ঠিকই, কিন্তু ভুল করেও ভাববেন না যে মাস্ক পরলেই সব মুশকিল আসান
সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং লকডাউন - এর যাবতীয় বিধিনিষেধ মেনে চলুন।

মাস্ক পরার আগে এবং পরে সব সময় হাত ধোবেন

মাস্ক পরা এবং খোলার জন্য শুধু তার দড়িগুলি বা গিঁটগুলি ব্যবহার করুন

যখন মাস্কটি খুলবেন, কখনও তার সামনের অংশটি ছোঁবেন না

যারা ফ্ল্যাটবাড়িতে থাকেন, ঘরে ঢোকার পর মাস্কটি খুলবেন। কারণ সিঁড়ি এবং লিফটে সংক্রমণের প্রবল সম্ভাবনা

প্রতিদিন মাস্ক ধুয়ে শুকিয়ে নেবেন, এবং সেটি একটি পরিস্কার ও শুকনো জায়গায় রাখবেন।

----------------------------------------------------------------------------------------------
English Translate (Google Translation)

Going to the market or grocery store? Going out to buy medicine? Of course take the mask later. But whether it is made at home with a handkerchief, or bought from a store, the mask is effective only when it is worn properly. Details of what to do and what not to do when wearing a mask.

Don't do that

Do not keep the chin open


Don't wear a mask that starts at the base of the nose


Do not wear loose that is empty on the side

Do not push the mask to the floor of the chin

Do not wear in such a way that only the tip of the nose is covered


Whatever you do

Wear the mask in such a way that it covers the part of the nose between the two eyes at the top and the bottom of the chin at the bottom. Wear it tightly so that there is no gap in the mask.

Some more suggestions

Masks can prevent infection, but don't make the mistake of thinking that wearing a mask will keep you away from all the difficult and keep social distances and comply with all the restrictions of lockdown.


Wash your hands all the time before and after wearing the mask


Just use her ropes or knots to wear and open the mask

When opening the mask, never touch the front of it


For those who live in flats, open the mask after entering the house. Because of the high risk of infection in stairs and elevators.

Wash and dry the mask every day, and keep it in a clean and dry place.

কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.