সতর্ক হোন, সঞ্চিত অর্থ বাঁচান
BV-PATKYC
SMS
PAYTM
Dear
paytm customer your KYC has been suspended. Paytm office PH 6296520635 call
immediately. Your account will blocked within 24 hours. Thank you paytm team.
BV-PATKYC
SMS
PAYTM
Dear paytm customer your KYC has been suspended. Paytm office PH 6296520635 call immediately. Your account will blocked within 24 hours. Thank you paytm team.
আপনার মোবাইলে
এই মেসেজ কি এসেছে তালে সাবধান হয়ে যান কারণ আপনার সঞ্চিত অর্থ আপনার অজান্তে
বেহাত হবার সময় হয়েছে। তবে ভয়ের কিছু নেই যদি না আপনি এই নম্বরে ফোন করেন বা ফোনের
অপরপ্রান্তে ব্যক্তির কথা মতন কাজ করেন।
প্রথমে
আপনার ফোনটি একটি অজ্ঞাত নম্বরে ডাইভ্রাট হবে যাতে আপনি চাইলেও ওই ব্যাক্তি নম্বর
জানতে না পারেন সেটা আপনি যখন কথা বলবেন তার মধ্যেই হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না (কারন আমরা উক্ত ব্যক্তিটিকে পরে যোগাযোগ করতে গেলে মোবাইলে কনফারেন্স কল দেখাচ্ছে যেটা যোগাযোগ করা যায়নি।) তারপর আপনাকে সমস্থ কথা শুনে আপনাকে বলবে আপনি গুগুল এপ স্টোরে গিয়ে কিউএস (QS) এপ ডাউন লোড করুন ।এই কিউএস (QS) এপ হলো টিম ভিউয়ার (Team Viewer) কুইক সাপোর্ট অ্যাপ। টিম ভিউয়ার হলো এমন একটি এপ যার সাহায্যে টিম ভিউয়ারে রিমোর্টের সাহায্যে দুর থেকে আপনাকে না জানিয়ে আপনার মোবাইল কন্ট্রোল করা। এই এপ ডাউন লোড করার পরে এতে একটি আইডি ও পাসওয়ার্ড আসবে এই আইডি ও পাসওয়ার্ড উক্ত ফোনের অপরপ্রান্তের ব্যক্তিটি জানতে চাইবেন,
আপনি আপনার
পেটিএম কেওয়াইসি আপডেট ও একাউন্ড সাসপেন্স হবার টেনশনে তা বলে দেবেন আর ওই ব্যক্তি
ওনার ফোনে টিম ভিউয়ার এপের সাহাযে এই আইডি ও পাশওয়ার্ড দিয়ে আপনার ফোনে যাবতীয়
তথ্য পেয়ে যাবে। এই টিম ভিউয়ার এমন একটি এপ যেটি রিমোর্টের সাহায্যে আপনার ফোনটির
পুরো সিস্টেমটাই হবহু আরেক ফোনের স্ক্রিনে চলে যাবে, এতে আসা সমস্থ ওটিপি মেসেজ
হোয়াটসএপ ফেসবুক, ছবি, যা কিছু আছে সব চলে যাবে অন্যের হাতে আর ব্যাঙ্কের কোনো এপ
মানে YONO বা অন্য
যাবতীয় অনলাইন পেমেন্ট (Google pay, Airtel Online, Vodafone Online, Jio Online payment, etc) এপের সমস্থ কিছু বেহাত হবে।
এরপর দুষ্কৃতীদলটি গ্রাহককে তাঁর
ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে ১০ টাকা করে পাঠাতে বলছে। যখনই একজন গ্রাহক টাকা
পাঠাতে যাচ্ছেন তখনই তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর, পিন, সিভিভি, ওটিপি-এর মতো
গোপন তথ্য দেখতে পাচ্ছে দুষ্কৃতীরা। এরপর ওই তথ্যকে কাজে লাগিয়ে গ্রাহকের
অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা আত্মসাৎ করা হচ্ছে। কেওয়াইসি আপডেটের নামে এভাবে
টাকা আত্মসাৎ করার জেরে পেটিএম গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকের মনে
হয়েছে, টাকা হাতাচ্ছে
পেটিএম-ই।
পেটিএম
কেওয়াইসি আপডেট করতে হলে নিকটবর্তী পেটিএম সার্ভিস সেন্টারে চলে যান। পেটিএম ওয়েব
সাইটে পেয়ে যাবেন আপনার নিকটবর্তী পেটিএম সার্ভিস সেন্টারের ঠিকানা।
তাই সতর্ক হোন
আর এই নিয়ম গুলো মেনে চলুন
* অজানা অচেনা কারও কথায় গুগল প্লে স্টোর থেকে মোবাইলে কোনও
অ্যাপ ডাউনলোড করবেন না
* যদিও ডাউনলোড করে ফেলেন সেই এপের আইডি
পাশওয়ার্ড শেয়ার বা অন্য কাউকে জানাবেন না।
* আপনার ক্রেডিট ও ডেবিট কার্ডের নম্বর, পিন, সিভিভি কোনও
অ্যাপে শেয়ার করবেন না
* বিপদে পড়লে তড়িঘড়ি কলকাতা পুলিসের ব্যাঙ্ক জালিয়াতি শাখার হেল্প লাইন নম্বরে(85850-63104) ফোন করুন
Post a Comment