ফোনে রং ঢুকে গিয়েছে? জলে ভিজে ফোন বন্ধ, জেনে নিন সমাধান
১) ফোনটি প্রথমেই বন্ধ করে সিম বার করে নিন। ভেজা ফোন দীর্ঘ সময়ে রেখে দেবেন বা চার্জেও বসাবেন না।
২) ফোনটি চালের ড্রামে রেখে দিতে পারেন কিছু ক্ষণের জন্য। এতেও জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি।
৩) পাতলা সুতির কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনটি শুকনো করে মুছে নিন। আবিরের গুঁড়ো ঢুকে গেলে ছোট ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।
৪) জলে ভেজা ফোনটি শুকোনোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না যেন। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। তার চেয়ে ফোনটি পাখার নীচে ঘণ্টা খানেক রেখে দিন। এতে জল শুকিয়ে যাবে।
৫) ফোন থেকে রঙের দাগ তুলতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। মাইক্রোফাইবার কাপড়ে কয়েক ফোঁটা অ্যালকোহল নিয়ে ফোনটি পরিষ্কার করে নিতে হবে।
৬) ফোন থেকে সিম কার্ড ও মেমরি কার্ড বার করে আগে সেগুলি শুকিয়ে নিতে হবে। মেমরি কার্ড পুরোপুরি না শুকোনো পর্যন্ত ফোনে চার্জ দিলে উল্টো ফল হতে পারে। কারণ, সেগুলিতে জল বা জলীয় ভাব থাকলে ফোনটি শর্ট সার্কিট হয়ে ওই সব যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়।
৭) ফোনের ভিতর অতিরিক্ত জল বা জলে গোলা রং ঢুকে গেলে ২৪ ঘণ্টা ফোনে ব্যাটারি লাগাবেন না। বরং চালের মধ্যে রেখে দিন ব্যাটারি। চাল ব্যাটারির অতিরিক্ত স্যাঁতসেতে ভাব শুষে নেয়। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তবেই ফোনে ব্যাটারি লাগাবেন।
Post a Comment