Adsence

ইলেক্ট্রোলার রোল ২০০২ - কিভাবে নিজের নাম বিধানসভা নির্বাচন ক্ষেত্রে খুজেঁ দেখবেন.

 কিভাবে নিজের নাম বিধানসভা নির্বাচন ক্ষেত্রে অনলাইনে খুঁজে দেখে নেবেন জেনে নিন।


প্রথমে নির্বাচন কমিশনের ওবেয়সাইটে যাবেন। নিচের লিংক ক্লিক করে।


https://ceowestbengal.nic.in/roll_dist


প্রথমে আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলবে


এরপর আপনার নির্দিষ্ট জেলা সিলেক্ট করবেন



এরপর আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটা সিলেক্ট করবেন।


এর পর সেই বিধানসভার অন্তর্গত কোন জায়গায় আপনি ভোট দেন, মানে কোন স্কুলে, বা কোথায় যেখানে আপনি আপনার ভোট প্রদান করেন সেই জায়গার নাম, যদি কোনো স্কুল বা সরকারী প্রতিষ্ঠান হয় সেটা বার করে সিলেক্ট করতে হবে।


সেই জায়গা খুঁজে তার পাশে ফাইনাল রোল লেখা জায়গায় ক্লিক করলেই এক নতুন উইনডো খুলবে সেখানে কিছু নাম্বার বা ক্যাপচা পুরণ করে ভেরাফাই করতে হবে।


এর পর সেই জায়গার সমস্ত ভোটারের নাম আপনি পেয়ে যাবেন।



 এখান থেকে নিজের নাম এপিক নম্বর দেখে ক্রমিক নং দেখে সেই পেজটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন বা আপনি ক্রমিক নং মনেও করে রাখতে পারেন, যখন ভোটের কর্মীরা আপনার বাড়িতে এসে আপনার নাম যাচাই করবে তখন এই ক্রমিক নং বলতে হবে বা প্রিন্ট আউট দেখাতে হবে।








কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.