Adsence

জলমগ্ন বাড়িতে সাপের উপদ্রবের আশঙ্কা! সহজলভ্য, ঘরোয়া উপাদানে নিরাপদে থাকার কৌশল

 

রাতভর বৃষ্টির পর বাড়ির চারপাশে জল জমে রয়েছে। কলকাতা শহর জলমগ্ন। শহরতলির অবস্থাও শোচনীয়। আর এমন অবস্থায় মশা, পোকামাকড়ের পাশাপাশি বাড়ে আরও এক প্রাণীর ভয়। সাপের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে পা দিতে ভয় পান। স্যাঁতসেঁতে পরিবেশ, জলে ভর্তি প্রাঙ্গণই সাপেদের আশ্রয়। খাবারের খোঁজার জন্য সাপেরা এই সময় অনেক বেশি সংখ্যায় মানুষের বাসস্থানে প্রবেশ করে। কিন্তু এই সমস্যায় হেঁশেলের কিছু উপাদান এবং দোকানে সহজলভ্য কিছু রাসায়নিক পদার্থ কাজে আসতে পারে। এমন দ্রব্য ব্যবহার করেই সাপকে ঘরের বাইরে রাখা সম্ভব।


কী ভাবে?

রইল উপাদান

প্রাকৃতিক উপাদান

. রসুন পেঁয়াজ

রসুন পেঁয়াজ থেঁতো করে বাড়ির ফাঁকফোকরে, জানালার পাশে বা যেখানে স্যাঁতসেঁতে ভাব বেশি, সেখানে ছড়িয়ে দিন। এই দুই উপাদানে থাকা গন্ধযুক্ত যৌগ সাপ সহ্য করতে পারে না।


. লেমনগ্রাস

লেমনগ্রাসের পাতায় থাকা প্রাকৃতিক তেলের গন্ধ সাপকে দূরে রাখে। বাড়ির চারপাশে বা গেটের ধারে এই গাছ লাগিয়ে রাখলে সাপ সহজে কাছে ঘেঁষে না।


. সাদা ভিনিগার নুন

একটি কাপড়ে ভিনিগার নুন মিশিয়ে ভিজিয়ে নিন। তারপর সেটি রেখে দিন জানলা, নালা বা জমা জলের জায়গায়। এর টক গন্ধ সাপকে কাছে আসতে দেয় না।


. লবঙ্গ দারচিনির তেল

এই দুটি মশলা থেকে তৈরি তেলের গন্ধ সাপের জন্য অত্যন্ত অস্বস্তিকর। কয়েক ফোঁটা তেল জলে মিশিয়ে স্প্রে করুন বাড়ির চারপাশে, বিশেষত যেখান থেকে সাপ ঢোকার আশঙ্কা বেশি।


সহজলভ্য রাসায়নিক দ্রব্য


. ন্যাপথলিন

জানালার ফাঁকে, দরজার নীচে কিংবা গুদামের কোণে ন্যাপথলিনের বল রেখে দিন। এর তীব্র গন্ধ সাপকে দূরে রাখে। তবে ঘরে শিশু বা পোষ্য থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে ন্যাপথলিন ব্যবহারে।


. সালফার পাউডার

বাড়ির চারপাশে শুকনো জায়গায় ছড়িয়ে দিন সালফার পাউডার। গন্ধ স্পর্শ দুটিই সাপের জন্য অত্যন্ত অস্বস্তিকর।


. অ্যামোনিয়া

একটি কাপড় অ্যামোনিয়ায় ভিজিয়ে রেখে দিন। সেটি পলিথিনে ভরে গর্ত, জানালার ধারে বা যেখানে সাপ ঢোকার সম্ভাবনা বেশি, সে সব জায়গায় রেখে দিন। অ্যামোনিয়ার গন্ধ সাপ তাড়াতে সাহায্য করে।


বাড়ির চারপাশে সচেতনতার কয়েকটি নিয়ম


ঝোপঝাড় পরিষ্কার রাখুন: বড় হয়ে যাওয়া ঘাস, ঝোপজঙ্গল, বা লতাপাতা কেটে ফেলুন।


ফাটল সিল করে দিন: বাড়ির মেঝে, দেয়াল বা দরজার নীচে যদি ফাঁকফোকর থাকে, বন্ধ করুন।


অপ্রয়োজনীয় জিনিস জমতে দেবেন না: কাঠ, পুরনো কাপড়, ইট বা আবর্জনার নীচে সাপ আশ্রয় নিতে পারে। সেগুলি সরিয়ে ফেলুন।


অতিরিক্ত উপদ্রব দেখা দিলে পেশাদারের সাহায্য নিন

যদি দেখেন, প্রায়ই সাপ দেখা দিচ্ছে, তবে স্থানীয় বনদফতর বা সাপ উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। ঘরোয়া উপায় অনেক সময়েই কার্যকরী হয় বটে, কিন্তু প্রয়োজনে পেশাদারের সাহায্য নেওয়া জরুরি।


কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.