সাপ চিনুন সতর্ক থাকুন
বর্ষাকালে গ্রামে বা শহরে সাপের উপদ্রুব বেড়ে যায়, তার ফলে অসংখ্য মানুষ মারা যান এই সাপের জন্য। তবে বেশিভাগ মানুষ মারা যান শুধু প্রাথমিক চিকিৎসার অভাবে ও সাপ সম্পর্কে পরিমিত জ্ঞান না থাকার জন্য। তাই যারা সাপ নিয়ে গবেষণা করেন তারা বলেন প্রথমেই আমাদের প্রত্যেকে সাপ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি কোন সাপ বিষধর কোন সাপ নির্বিষ তালেই পঞ্চাশ ভাগ আপনি সুস্থ হয়ে উঠবেন, বাদবাকি পঞ্চাশ ভাগ প্রাথমিক বা জরুরি চিকিৎসায় পুরোপুরি সেরে ওঠা যায়। তাই কোন সাপ কেমন, কোথায় তারা থাকে বা কি রকম পরিবেশে তারা বেড়ে ওঠে, সাপে কামড়ালে প্রথমে কি করবেন কোথায় যাবেন এই সব তথ্য সহজে হাতের মুঠোয় পাওয়ার জন্য আমরা এই এপ তৈরি করেছি, এই এপে আপনারা জেনে যাবেন সাপের বিবরণ ছবি সহ, প্রাথমিক চিকিৎসা, কোথায় যাবেন, কার সাথে যোগাযোগ করবেন, এছাড়াও পাবেন তেঁতুল বিছে বা কাঁকড়া বিছে কামড়ালে কি করবেন কি ভাবে চিকিৎসা করবেন সব কিছু পেয়ে যাবেন আমাদের তৈরি এই এপে এই এপ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে প্রথম সাপ নিয়ে তৈরি এই এপ।
নিচের লিংটি ক্লিক করে গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই Snake স্নেক এপ।
খুব সময়পযোগী
উত্তরমুছুন