Adsence

অজানা এপ থেকে নিজেকে সুরক্ষিত করুন

 আজকের এই করোনা পরিবেষ্ঠিত সময়ে আমরা সকলে নিজেকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু দৈনন্দিন জীবন চালানোর প্রয়োজনে আমাদের সবাইকে কোন না কোন সময়ে বাইরে বেরতে হচ্ছে তাই নিজেদের সুরক্ষার জন্য আমরা ভুল কিছু এপ মোবাইলে ইনস্টল করে নিজেরা কতটা সুরক্ষিত আছি সেটা যাচাই করে নিচ্ছি, কিন্তু এই ভুল এপের সাহায্য অনেক কিছু গোপন তথ্য বেহাত হচ্ছে আপনার অজান্তে আপনার মোবাইল থেকে, আর সেই গোপন তথ্য আপনার ব্যঙ্কের লেনদেন সম্পর্কিত মেসেজ, আপনার অনলাইন লেনদেনের সময়ের ওটিপি এবং আপনার নিজস্ব তথ্য সব কিছু অসাধু মানুষের কাছে চলে যাচ্ছে যার থেকে তাদের সুবিধা হচ্ছে আপনার ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য হাতিয়ে নেবার। তাই আপনাদের অনুরোধ এই সব এপ যেমন ব্লাড প্রেসার মাপার এপ, অক্সিজেনের পরিমান মাপার এপ এই সব আপনার মোবাইলে ইনস্টল করবেন না। চিকিৎক দের মন্তব্য এভাবে সঠিক পরিমাপ পাওয়া যায় না তার ফলে এই এপের পরিমাপ দেখে নিজেদের বিপদ বাড়াবেন না। আপনাদের যদি এই সুগার প্রেসার মাপার বা শরীরে অক্সিজেনের পরিমাণ মাপার দরকার হয় তালে এসবের জন্য নির্দিষ্ট মেশিন বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ক্রয় করতে পারেন বা কোনো সংস্থা যেখানে এই পরিষেবা পাওয়া যায় সেখানে যাবার অনুরোধ করা হচ্ছে। আর যদি এই এপ আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তালে আজই সেগুলো আনইনস্টল করে দিন, নিজেকে সুরক্ষিত করুন।


কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.