Adsence

মেট্রোরেলের স্মার্টকার্ড রিচার্জ পদ্ধতি





আজ থেকে অনলাইনে মেট্রোরেলের স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন। আজ থেকে এই সুবিধা চালু করল কলকাতা মেট্রো। টিকিট কাউন্টারে ভিড় কমাতেই এই উদ্যোগ। মোবাইল ফোনেই কার্ড রিচার্জ করা যাবে। এর জন্য যাত্রীদের কলকাতা মেট্রোর ওয়েবসাইট  https://mtp.indianrailways.gov.in  এ গিয়ে Online Recharge অপশনে ক্লিক করতে হবে তারপর স্মার্টকার্ডের নম্বর দিয়ে যাত্রীর মোবাইল নম্বর দিতে হবে। নম্বর দেবার পর একটি ক্যাপচা আসবে সেটি যথাযথ ভাবে ভরার পর রিচার্জের মূল্য দিতে হবে।





স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে এবং অন্য ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই ও Yono অ্যাপের মাধ্যমে রিচার্জের মূল্য দেওয়া যাবে।  আজ পর্যন্ত কলকাতা মেট্রোরেলে মোট সাত লক্ষ যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করেন। অনলাইন রিচার্জ ব্যবস্থা চালু হলে কাউন্টারে ভিড় অনেকটাই কমবে। এই কোভিড - পরবর্তী সময়ে তা অত্যন্ত জরুরি।

কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.