Adsence

কোন কোন রোগে চিকিৎসার জন্য ট্রেন ভাড়ায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?



 রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসার জন্য রেল ভাড়ায় ছাড়ের নিয়ম রয়েছে। যা প্রত্যেকের জেনে রাখা দরকার।


চিকিৎসা করাতে যেতে ট্রেনের উপর ভরসা করেন অনেকেই। যে কেউ ক্ষমতা অনুসারে ফার্স্ট এসি থেকে জেনারেল কোচ, যেখানে হোক টিকিট কাটতে পারেন। রেল বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেয়। যেমন যাঁদের বিশেষ কিছু অসুখ আছে, তাঁরাও ট্রেনের টিকিটে কিছুটা সস্তা পান। 

রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগের আক্রান্তদের জন্য রেল ভাড়ায় ছাড়ের নিয়ম রয়েছে। যে পরিবারগুলিতে এই রোগে আক্রান্তরা রয়েছেন, তাঁরা কিন্তু অনায়াসে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন।
 রোগী ছাড়াও তাঁর সঙ্গে যাত্রা করা একজন সহায়কও (one of their attendants) এই সুবিধে পাবেন । আসুন জেনে নেওয়া যাক কোন রোগগুলির ক্ষেত্রে রোগীরা রেলে বিশেষ ছাড় পেতে পারেন। 

  • ক্যান্সার রোগী (Cancer patients)  ও তাঁর সঙ্গে যাত্রা করা একজন সহায়ক ভাড়ায় সুবিধে পান। 
  • এই পরিস্থিতিতে রোগী ও তাঁর সহায়ক  first AC car, first class, second class তে  ৭৫% ছাড় পান।
  • এছাড়াও, স্লিপার এবং এসি-৩ টায়ারে  ১০০ শতাংশ ছাড় পাওয়া যায়।
  • First AC ও AC-2 Tier টায়ারে ৫০% ছাড় পাওয়া যায়।
  • Bus attendants-রা স্লিপার এবং AC-3 আসনের উপর 75 শতাংশ ছাড় পান। 

এছাড়াও থ্যালাসেমিয়া রোগী ও তাঁর সঙ্গে যাতায়াত করা পরিচারক বা সহায়কো ছাড় পান। এ ছাড়া হার্ট সার্জারিতে করতে যাওয়া রোগী ও তাঁর পরিচারক, অপারেশন বা ডায়ালাইসিসের জন্য যাওয়া রোগী ও তাঁর পরিচারক,  কিডনি রোগীরা  ছাড় পান এই নিয়মের আওতায়। এই রোগীরা second, sleeper, first class, AC-3 tier, AC chair car এ ৭৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন। ফার্স্ট ও AC-2 tier- এ ৫০ শতাংশ ছাড় পাবেন। সঙ্গে থাকা পরিচারকও এসব সুবিধা পান নিয়ম অনুসারে। 

এইডস রোগীদের চিকিৎসা বা চেকআপের জন্য দ্বিতীয় শ্রেণির যাত্রায় ৫০% ছাড় দেওয়া হয়। 

অ্যানিমিয়া রোগীরা স্লিপার, এসি চেয়ার কার, AC-3 টায়ার এবং AC-2 টায়ারে 50% ছাড় পান। 

হিমোফিলিয়া (Haemophilia patients )রোগীরা চিকিত্সা বা চেকআপের জন্য গেলে বিশেষ ছাড় পান। তাদের সঙ্গে থাকা পরিচারিকদেরো ভাড়া থেকে ছাড় দেওয়া হয় । ৭৫ শতাংশ ছাড় পাওয়া যায় second, sleeper, first class, AC-3 tier, AC chair car -এর যাত্রায়।
 
একই সঙ্গে, সংক্রমণ ছাড়া কুষ্ঠ রোগীরাও ভাড়ায় ছাড় পান। এই ধরনের রোগীদের দ্বিতীয়, স্লিপার এবং প্রথম শ্রেণিতে 75 শতাংশ ছাড় দেওয়া হয়। 

এই ছাড় কিভাবে আবেদন করবেন তার একটি বিবরণ দেওয়া হলো এটি আপনি টাইপ করে আপনার নির্দিষ্ট স্টেশন মাস্টারের কাজে বা রিজারভেশন ক্লার্কের কাজে জমা দিতে  পারেন।

Concession certificate for patients 

Concession to Cancer/Thalassemia/Heart/T.B./Lupas Valgaris/Non‐infectious Leprosy Major/ Patients suffering from severe/moderate form of Hemophilia/ASids/Sickle cell Anaemia/Aplastic Anaemia patients –  

 Outward Journey

 Form for the purpose of issue of Rail Concession to Cancer/Thalassemia/Heart/T.B./Lupas Valgaris/Non‐infectious Leprosy Major/Patients suffering from severe/moderate form of Hemophilia/Aids/Sickle cell Anaemia/Aplastic Anaemia** to be used by Officer‐in‐Charge of the recognized hospital by Health Department of Central Government or the concerned State Government. 

To The Station Master
 ________________ (Station)
 ________________ (Railway)

This is to certify that Mr./Mrs./Ms. _____________________________________ whose particulars are furnished below, is bonafide Cancer/Thalassemia/Heart/T.B./Lupas Valgaris/Non‐infectious Leprosy Major/Patients suffering from severe/moderate form of Hemiphilia/Aids/Sickle cell Anaemia/Aplastic Anaemia patients and is required to travel from ________________________ (Station) to _________________________ (Station). The patient has secured admission for treatment/is travelling for periodically check up at _______________________________ + hospital. 

Particulars of the Patient 

(a) Age
 (b) Sex 
Station ________________ 
Date _________________          

 Signature ________________
 Officer‐in‐Charge of the
 Hospital/Institute recognized by 
Health Department of Central 
Government/State Government 
(Name of the State) 

Seal/Stamp of the
 Hospital/Institute

 **  Strike out where not applicable 

+   Indicate name of the Hospital (recognized by Health Department of Central Government or the State Government concerned)

 Note: 

1. This certificate is valid for three months from the date of issue except for cancer patients which is valid for one year
2. No alteration in this form is permitted 
3. Certificate should be issued to patients only for travelling form the station serving his place of residence to the station serving the recognized Hospital. 

Concession certificate 

Return Journey 

Concession to Cancer/Thalassemia/Heart/T.B./Lupas Valgaris/Non‐infectious Leprosy Major/ Patients suffering from severe/moderate form of Hemophilia/Aids/Sickle cell Anaemia/Aplastic Anaemia/Ostomy patients ** to be used by Officer‐in‐Charge of the hospital recognized by Health Department of Central Government or the concerned State Government. 

To 
The Station Master
 ________________  
 ________________  

 This is to certify that Mr./Mrs./Ms. _____________________________________ whose particulars are furnished below, is a bonafide concession to Cancer/Thalassemia/Heart/T.B./Lupas Valgaris/Non‐infectious Leprosy Major/ Patients suffering from severe/moderate form of Hemophilia/Aids/Sickle cell Anaemia/Aplastic Anaemia/Ostomy patients required to travel from ________________________ (Station) to _________________________ (Station) on discharge from/after re‐examination/periodically check up at _______________________________ + hospital. 

Particulars of the Patient


 (c) Age
 (d) Sex 


Station ________________ 
Date _________________           

Signature ________________ 

Officer‐in‐Charge of the 
Hospital/Institution recognized by
 Health Department of Central 
Government/State Government 
(Name of the State) 

Seal/Stamp of the 
Hospital/Institute 


**   Strike out where not applicable 
+   Indicate name of the Hospital etc. 


Note: 
1. This certificate is valid for three months. 
2. No alteration in this form is permitted. 
3. Certificate should be issued to patients only for travelling form the station serving the recognized Hospital to the station serving his place of residence.  











কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.