ফেসবুকে আপনার নামেও হয়েছে ভুয়ো প্রোফাইল! নিজের প্রোফাইল ‘ক্লোন’ হলে কী করবেন?
খবরের কাগজে, টেলিভিশনে প্রায় দিনই এমন ঘটনার কথা কানে আসে। বড় বড় শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল থেকে তথ্য চুরি করে হুবহু একই রকম ‘ক্লোন’ তৈরি করে নানা রকম অসামাজিক, অনৈতিক কাজ করা হয়। তা নিয়ে ‘সাইবার ক্রাইম’ বিভাগে কত অভিযোগও জমা পড়ে। তেমন নামজাদা লোকেদের প্রোফাইল জাল করে প্রতারকদের অনেক উদ্দেশ্যই সফল হতে পারে। কিন্তু সাধারণ মানুষকে এমন বিপদে ফেলে তাদের কী লাভ হবে?
এখন অনেকেই এই ক্লোন প্রোফাইল ফেসবুক একাউন্টের জন্য আগে থেকে সতর্কবানী পোস্ট করছেন । আমার কোনো আলাদা একাউন্ট নেই যদি নতুন করে ফ্রেন্ড রিকুয়েস্ট আমার একাউন্ট থেকে যায় তালে কোনো ভাবেই একসেপ্ট করবেন না।
এ হল জালিয়াতির নতুন কায়দা। ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা ওই ব্যক্তির ছবি, ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম দেখতে আরও একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। সেখান থেকে ওই ব্যক্তির চেনা-পরিচিতদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠায়। সেই অনুরোধ গ্রহণ করা মাত্রই সেখান থেকে নানা রকম অনৈতিক কাজকর্ম শুরু করে। তথ্য চুরি তো বটেই, এ ভাবে জালিয়াতেরা অর্থ, ব্যক্তিগত তথ্য, মেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে। যে হেতু ওই প্রোফাইলটি দেখতে একেবারে একই রকম, তাই চেনা মানুষের কাছ থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাওয়া মাত্রই ঠিক-ভুল না ভেবে তা ‘অ্যাকসেপ্ট’ করে ফেলেন বেশির ভাগ মানুষ। আর ভুলটা হয় সেখানেই।
ফেসবুক প্রোফাইল ‘ক্লোন’ হলে কী করবেন?
১) ভয় না পেয়ে প্রথমেই সকলকে এই বিষয়ে অবগত করুন।
"সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
বিভিন্ন সূত্র জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর বিভিন্ন সরকার বিরোধী ধর্মবিরোধী যা আপনাকে ফাঁসাতে লেখা ছবি পোস্ট করবে। এই সুযোগে এই তস্করের দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে। আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার এই একাউন্ট ব্যতিত অন্য কোন একাউন্ট থেকে দ্বিতীয় কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ি নই। এই ম্যাসেজটি কপি পেস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। ধন্যবাদ।"
উপরের অংশটি কপি করে আপনি বা আপনারা আপনাদের ফেসবুক একাউন্টে পোস্ট করতে পারেন। বন্ধু, সহকর্মী, আত্মীয়দের সাবধান করে দিন। এই পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য মন্তব্য করার বাক্সতে ‘অ্যাট হাইলাইট’ @highlight ‘অ্যাট ফলোয়ার’ @follower লিখে রাখতে পারেন।
২) চেনা-পরিচিত সকলকে অনুরোধ করতে পারেন ভুয়ো ওই অ্যাকাউন্টটি দেখা মাত্রই যেন ‘রিপোর্ট’ করে দেন।
রিপোর্ট করার জন্য কী করতে হবে ?
• প্রথমে ফেসবুকে আসা বন্ধুতালিকার মধ্যে থেকে ভুয়ো অ্যাকাউন্টটি খুঁজে, তার আসল পাতাটির মধ্যে যেতে হবে।
• প্রোফাইলের এক পাশে থাকে ছবি, নাম। ঠিক তার একটু নীচে রয়েছে তিনটি ‘ডট’ চিহ্ন।
• সেখানে ক্লিক করলেই ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন আসবে।
• তার পর ফেসবুক জানতে চাইবে আপনি কেন ওই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছেন।
• সেখানে ক্লিক করলে সম্ভাব্য নানা প্রকার কারণের একটি তালিকা আসবে।
• সেখান থেকে ‘ফেক অ্যাকাউন্ট’ ক্লিক করলেই কাজ শেষ।
• পদ্ধতি সঠিক হলে ‘রিপোর্ট’ করার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হওয়ার মেসেজ পৌঁছে যাবে।
Post a Comment