ফোন হারিয়েছে চিন্তা করবেন না দূর থেকেই ব্যক্তিগত ও গোপন তথ্য মুছতে কী কী করবেন? বা আপনার হারানো ফোন কোথায় আছে সেটি জানতে পারবেন।
ফোনের ব্যক্তিগত তথ্য মোছার উপায় কি?
এ বার আপনার গুগ্ল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সেটি হয়ে গেলেই, কিছু ক্ষণের মধ্যেই ফোনের সব তথ্য মুছে যাবে। তবে, এর পর ফোনটি খুঁজে পেলে তাতে আর মুছে যাওয়া তথ্যগুলি পুনরুদ্ধার করতে পারবেন না।
যদি আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটি মনে করেন রি্ং করবেন যদি কাছে কোথায় থাকে সেটির রিং শুনতে পারবেন তালে আপনাকে প্লে সাউন্ড অপশন ক্লিক করতে হবে দেখবেন আপনার ফোনটির রিং বাজতে শুরু করেছে। যদি সাইলেন্ট বা ভাইব্রেট করা থাকে তালেও আপনার ফোনটি বাজতে শুরু করবে।
হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবেন কী করে?
ফোনের সব তথ্য মোছার আগে এই চেষ্টা করতে হবে। তার জন্য গুগ্লে গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে।
যে গুগ্ল অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা ছিল, সেই অ্যাকাউন্ট ব্যবহার করে এই ওয়েবসাইটে লগইন করুন।
লগইন হলে এই ওয়েবসাইটটি আপনার ফোন ঠিক কোথায় রয়েছে, সেই লোকেশন জানার কাজ শুরু করবে।
ফোনের লোকেশন খুঁজে পেলে গুগ্ল ম্যাপে সেই অবস্থান জানা যাবে। সেখান থেকে ফোনটি কোথায় আছে, আপনি জানতে পারবেন।
ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দিয়ে রাখা উচিত। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক-এর পদ্ধতি ব্যবহার করলে সবচেয়ে ভাল। তা হলে ফোন চুরি গেলেও সহজে তা খোলা সম্ভব হবে না। আরও একটি কাজ করা যায়, যে ফোনের সব জরুরি তথ্য, ছবি, ভিডিয়ো, অডিয়ো সব কিছু গুগ্ল ড্রাইভ বা অন্য কোনও ক্লাউডে আগে থেকেই সেভ করে রাখুন। যাতে ফোনের তথ্য মুছে দিলেও কিছু হারানোর ভয় থাকবে না।
Post a Comment