Adsence

অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন করবেন কী ভাবে?



 নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক সেই প্যান কার্ডে থাকবে ‘ডায়নামিক কিউআর কোড’। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটিও বদল হবে না। তবে প্যানে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। তা ছাড়া যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য, যেমন ছবি, সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয়। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা ‘প্যান ২.০’ চালু হওয়ার অপেক্ষা করতে হবে।


নতুন প্যান কার্ডের আবেদন করতে কোনও পয়সা খরচ হবে না। অনলাইনে বিনামূল্যেই আবেদন করা যাবে। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই ডিজিটাল হবে। অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না। ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে আয়কর বিভাগের ই-প্যান পোর্টালে যান।

Online ePan Portal Application click here

হোম পেজে গিয়ে নিজের নাম, প্যান নম্বর লিখুন।

আপনার আধার নম্বর চাইবে। সেটি লিখে জন্মতারিখ অন্যান্য তথ্য পূরণ করুন।

এর পর সাবমিট করলেই আরও একটি পাতা খুলবে।

সেখানে নিজের নাম, ফোন নম্বর, ইমেল আইডি ও বাকি তথ্য পূরণ করে সাবমিট করুন।

যে মোবাইল নম্বরটি দিয়েছেন তার সঙ্গে আধার নম্বর সংযুক্ত আছে কি না তা জানতে চাওয়া হবে। সেটি নিশ্চিত করে সাবমিট করুন।

তার পরেই আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেটি দিলেই আবেদন সম্পূর্ণ হবে।




এর পরে আপনার ইমেলে ই-প্যান কার্ডটি পাঠানো হবে। সেটি পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে রাখুন।




কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.