গালভর্তি ছোপ ছোপ দাগ, মেচেতা থেকে মুক্তি পেতে ৫টি ঘরোয়া টোটকা


 সূর্যের অতিবেগনি রশ্মি, হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা, এমনকি নিম্নমানের প্রসাধনীর ব্যবহারের ফলে মেচেতার মতো রোগ হতে পারে। সারা গাল ভর্তি হয়ে যেতে পারে কালো কালো ছোপে। বিশেষ করে গাল, ঠোঁটের উপর, নাকের পাশে এবং কপালের দিকে মেচেতার প্রকোপ বেশি দেখা যায়। মেচেতা দূর করতে কয়েকটি ঘরোয়া টোটকাও রয়েছে। Melasma


১. কাঁচা আলুর রস: কাঁচা আলু বেটে বা মিহি করে গ্রেট করে তার রস মুখে লাগালে দাগ হালকা হতে সাহায্য করে। আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে, যা যা ত্বকের কালচে দাগ কমাতে কাজে লাগে।




২. অ্যালো ভেরা জেল: অ্যালো ভেরা জেল নিয়মিত মুখে মাখলে প্রদাহ কমে গিয়ে ত্বক শান্ত হয়, এবং মেচেতার দাগ ধীরে ধীরে হালকা হতে পারে। কারণ এতে রয়েছে দাগ সারানোর প্রয়োজনীয় উপাদান, অ্যালোইন। Melasma Remedy





৩. হলুদ ও দুধের প্যাক: হলুদের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে পাতলা প্যাক তৈরি করে মুখে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং দাগের রং কমতে শুরু করে। দীর্ঘ দিন ধরেই ত্বকে ঔজ্জ্বল্য আনতে হলুদ ব্যবহার করা হয়। হলুদে থাকা কারকিউমিন অত্যধিক মেলানিন উৎপাদন রোধ করতে পারে। আর দুধের ল্যাক্টিক অ্যাসিড ত্বকের মৃত কোষ ঝরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে।



৪. লেবু ও মধুর মিশ্রণ: লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, তাই লেবুর রস দাগের রং হালকা করে। অন্য দিকে, মধু ত্বককে আর্দ্র রাখে। তাই এই দু’টির মিশ্রণ দাগ কমানোর জন্য খুবই কার্যকর একটি ঘরোয়া টোটকা।



৫. মুসুর ডালের পেস্ট: মুসুর ডাল ভিজিয়ে পেস্ট বানিয়ে তাতে দুধ বা গোলাপজল মিশিয়ে মুখে লাগালে ত্বকে জমে থাকা মৃত কোষ উঠে যায় এবং দাগের রং ধীরে ধীরে হালকা হয়।










কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.