খসখসে কনুই থেকে ফাটা ঠোঁট, শুষ্ক মুখ, শীতের রুক্ষতার মোকাবিলায় ঘরে বানানো বডি লোশন।


শীতকাল মানেই রুক্ষতা ও শুষ্কতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই। এই সময়ে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ত্বক দ্রুত খসখসে ও নিস্তেজ হয়ে পড়ে। অথচ ঘরেই আছে এমন কিছু সাধারণ উপাদান, যেগুলি মিশিয়ে বানানো যায় বডি লোশন। 


উপকরণ

২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল

প্রায় অর্ধেক কাপ নারকেল তেল

এক চতুর্থাংশ কাপ আমন্ড অয়েল বা হোহোবা তেল

১-২টি ভিটামিন ই ক্যাপসুল

এক বা দুই চা চামচ গ্লিসারিন (চাইলে না-ও দিতে পারেন)

কয়েক ফোঁটা গোলাপজল



প্রস্তুতপ্রণালী       moisturizing body lotion at home

প্রথমে একটি পরিষ্কার পাত্রে নারকেল তেল নিন। তেল যদি একটু জমাট বেঁধে থাকে, তবে খুব হালকা আঁচে গরম করে গলিয়ে নিতে হবে। এ বার এই তেলের মধ্যে আমন্ড অয়েল বা হোহোবা তেল যোগ করে ভাল ভাবে মিশিয়ে নিন। তার পর অ্যালো ভেরা জেল যোগ করুন। ধীরে ধীরে নেড়ে এমন অবস্থায় আনতে হবে, যাতে মিশ্রণটি মসৃণ হয়ে যায়। এ বার ভিটামিন ই ক্যাপসুল ছিঁড়ে তার ভিতরের তেল ঢেলে আবার ভাল করে নেড়ে নিন। এতে লোশনের পুষ্টিগুণ আরও বাড়ে। প্রয়োজনে গ্লিসারিন ও গোলাপজল যোগ করতে পারেন। এগুলি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সব উপাদান একবারে ভাল ভাবে মিশে গেলে পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন।


ব্যবহারের উপায়

স্নানের পর যখন ত্বক সামান্য ভেজা থাকে, তখন এই লোশন মাখলে ত্বক দ্রুত আর্দ্রতা টেনে নেয়। শীতকালে হাত, পা, কনুই বা ত্বকের যে সব অংশ খুব দ্রুত রুক্ষ হয়ে যায়, সেখানে নিয়মিত লাগাতে হবে। যাঁদের ত্বকে নানাবিধ সমস্যা দেখা দেয়, তাঁর চট করে গোটা মুখে মাখবেন না। আগে হাতে সামান্য অংশে প্রয়োগ করে দেখে নিন, কোনও প্রকার অস্বস্তি হচ্ছে কি না।



কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.