কি ভাবে বুঝবেন আপনার SIR ফর্ম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে ?
SIR শুরু হয়ে গেছে সারা ভারত জুড়ে, আমাদের পশ্চিমবঙ্গেও সব জেলায় শুরু হয়েগেছে। সবাই ফর্ম পূরন করে জমাও দিয়েছেন। কিন্তু কি ভাবে বুঝবেন আপনার পূরণ করা ফর্ম ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না ? Election commission of india
আপনি নিজেও আপনার ফর্ম পুরন করে BLO দের কাছে জমা দেবার পরেও অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে আপলোড করতে পারেন। অফলাইনে ফর্ম পুরন করে জমা দেবার পরেও অনলাইনে আপলোড আপনি নিজে করতে পারেন. এতে কোনো অসুবিধা হবে না, যে BLO দের কাছে জমা দেবার পর নিজে অনলাইনে আপলোড করলে কোনো অসুবিধায় পড়বেন না, কারন BLO রা এই ভাবে হাতে পূরন করা ফর্ম নিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করবেন।
তবে এখানে একটা কথা মনে রাখবেন, আপনি নিজে অনলাইনে ফর্ম আপলোড বা এপ্লিকেশন করলে আপনার কাছে ফোনে OTP আসবে কিন্তু BLO রা আপলোড করলে কোনো OTP আসবে না, বা কেউ যদি আপলোডের জন্য OTP চায় সেই OTP কোনো ভাবেই কাউকে দেবেন না, আপনি আপনার নিকটবর্তী BLO বা থানায় জানাতে পারেন।
আপনার ফর্ম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না কি করে জানবেন ?
প্রথমে নিম্নলিখিত ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন।
আপনার কাছে এই রকম একটি ওয়েবসাইট খুলবে
এই ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় আপনার ফর্মে উল্লেখ করা মানে যে ফোন নম্বরটি আপনি আপনার SIR ফর্ম পুরন করার সময়ে লিখেছিলেন সেই ফোন নম্বর দিয়ে ও নির্দিষ্ট ক্যপচা দিয়ে ওটিপির জন্য ক্লিক করুন।
এর পর ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আপনি পরের মূল পেজে চলে যাবেন।
এই পেজে আপনি উল্লেখিত Fill Enumeration Form বটনে ক্লিক করবেন।
আপনি যে রাজ্যের সেই রাজ্য দিতে পারেন বা এই বাংলায় হচ্ছে যখন তখন ওয়েস্ট বেঙ্গল সিল্কট করে
আপনার এপিক নম্বর দিয়ে সার্চ করলেই নিচের মতন একটি পেজ খুলে যাবে।
আমরা আবারও মনে করিয়া দিচ্ছি যদি নিজে অনলাইনে ফর্ম পূরন করেন তবেই ওটিপি পাবেন ও সেই মতন ওটিপি দিয়ে ফর্ম সাবমিট করবেন। BLO বা BDO যে কেউ ফর্ম পূরন বা সাবমিট করলে কোনো ওটিপির প্রয়োজন নেই, যদি কেউ এই ফর্ম সাবমিটের জন্য ওটিপি চায় তা দেবেন না, আপনি থানায় বা BLO কাছে জানাতে পারেন।








Post a Comment