Adsence

কিভাবে এমইস কল্যাণীতে ডাক্তার দেখাবেন বা এপয়েন্টমেন্ট করবেন।

 এমইস এ ডাক্তার দেখানোর জন্য কি করতে হয়। কোথায় যেতে হয়, কিভাবে এপ্লিকেশন করতে হয়, তা আমরা অনেকেই জানি না। পশ্চিমবঙ্গে কল্যানীতে প্রথম এমইস হাসপাতাল তৈরী হয়, তাই অনেক প্রয়োজনীয় জিনিষ অজানা রয়েছে আমাদের কাছে। তাই আমরা জেনেনি এখানে ডাক্তার দেখাতে গেলে কিভাবে নাম নথিভুক্ত করতে হয়।



আমাদের সরকারী হাসপাতেলের মতন অনলাইন বা হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না এখানে নাম নথিভুক্ত করতে হলে আপনাকে গুগুল প্লে স্টোরে গিয়ে AIIMS Kalyani টাইপ করে নিচের ছবির মতন গুগুল প্লে স্টোর থেকে আ্যাপ ডাউনলোড করতে হবে।




ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করতে হবে এরপর অ্যাপটি ওপেন করতে হবে নিচের ছবির মতন




অ্যাপটি খোলার পর নিচের ছবির মনত আপনার কাছে জানতে চাইবে আপনি কি করতে চান, রেজিস্ট্রেশন, এনকোয়ারি বা বুক আ্যাপয়েন্টমেন্ট । প্রথমে আপনাকে বুক আ্যাপয়েন্টমেন্ট সিলেক করতে হবে যদি আপনি প্রথম এমইসে ডাক্তার দেখাতে চান বা নতুন নাম নথিভুক্ত করতে চান।









এরপর আপনার কাছ থেকে রোগীর মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে ও লগিং আ্যাস পেসেন্ট বটন ক্লিক করতে হবে নিচের ছবির মতন এরপর মোবাইল নম্বরটি ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি পাঠানো হবে ওই নথিভুক্ত মোবাইল নম্বরে।




 মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়ে গেলে, নিচের ছবির মতন একটা স্ক্রিন আসবে।




এরপর রোগীর সমস্থ তথ্য পূরণ করে রেজিস্টার করতে হবে।

এরপর নিচের ছবির মতন QR কোড সমেত রোগীর নাম নথিভুক্ত হয়ে যাবে।



এরপর নিচের ছবির মতন একটি স্ক্রিনে আপনি এপয়েন্টমেন্ট ক্লিক করে এপয়েন্টমেন্ট করতে হবে।



তারপর কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা সিলেক্ট করবেন।



নিচের ছবির মতন যেদিন দেখাবেন সেদিন সিলেক্ট করে বুকিং নিন।



এরপর আপনি কখন কোন সময়ে দেখাবেন সেই সব তথ্য দিয়ে আপনার বুকিং কনফার্মেশন দিয়ে সমস্থ তথ্য দিয়ে দেবে।



এছারাও আপনার কোনো সমস্যা হলে

নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন।

03329516005

03329516004

+91 9477717030









কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.