Online এ হাসপাতাল এর টিকিট কিভাবে বুক করবেন ?
যেকোনো হাসপাতালে অসুস্থ রোগীর চিকিৎসা করানো এখন অনেক সহজ I ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার দিন শেষ I টিকিট সংগ্রহ করার জন্য আর লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না I কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে wb health portal থেকে বুক করে নিতে পারবেন চিকিৎসা করানোর জন্য টিকিট (OPD Ticket) I
সাধারণভাবে আউটডোরে ২ টাকা দিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু online ticket সম্পূর্ণ বিনামূল্যে কাটতে পারবেন I ডাক্তার দেখানোর ৭ দিন আগে থেকে টিকিট কাটতে পারবেন I এমনকি যেদিন ডাক্তার দেখাবেন ওইদিন সকাল ১২ টা পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন I
Online থেকে টিকিট বুকিং করার জন্য প্রথমে হেলথ পোর্টাল গিয়ে নিচের লিং কে গিয়ে ক্লিক করলেই
https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx
আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে Online টিকিটের জন্য খুলে যাবে। নিচের ছবির মতন।
এর পর মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বর দিলে ওটিপি আসবে। নিচের ছবির মতন।
Post a Comment