Adsence

Online এ হাসপাতাল এর টিকিট কিভাবে বুক করবেন ?

 যেকোনো হাসপাতালে অসুস্থ রোগীর চিকিৎসা করানো এখন অনেক সহজ I ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার দিন শেষ I টিকিট সংগ্রহ করার জন্য আর লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না I কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে wb health portal থেকে বুক করে নিতে পারবেন চিকিৎসা করানোর জন্য টিকিট (OPD Ticket) I



সাধারণভাবে আউটডোরে ২ টাকা দিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু online ticket সম্পূর্ণ বিনামূল্যে কাটতে পারবেন I ডাক্তার দেখানোর ৭ দিন আগে থেকে টিকিট কাটতে পারবেন I এমনকি যেদিন ডাক্তার দেখাবেন ওইদিন সকাল ১২ টা পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন I  

Online থেকে টিকিট বুকিং করার জন্য প্রথমে  হেলথ পোর্টাল গিয়ে নিচের লিং কে গিয়ে ক্লিক করলেই 

https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx

আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে Online  টিকিটের জন্য খুলে যাবে। নিচের ছবির মতন।


  এর পর মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বর দিলে ওটিপি আসবে। নিচের ছবির মতন।


ওটিপি দিয়ে সাবমিট (Submit) করলেই নিচের মতন একটা উইনডোজ খুলবে।


এরপর আপনি কোন হাসপাতালে দেখাতে চান সেই হাসপাতাল সিলেক্ট করুন, কোন দিন দেখাবেন সেই তারিখ দিন।
নিচের ছবির মতন- 



তারপর রোগীর নাম, জেনডার, ফোন নং, বয়স, ঠিকানা, পুলিশ স্টেশনের নাম, সব দিয়ে তারপর আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান সেটা সিলেক্ট করে সেভ (Save) বটন ক্লিক করলেই আপনার নথিভুক্ত নামে একটি Online টিকিট তৈরি হয়ে যাবে। নিচের ছবির মতন-





 এবার সেটি কোন কম্পিউটার বা প্রিন্টিংএর দোকান থেকে একটা প্রিন্ট করে সেই ডিপার্টমেন্টে গিয়ে সেইদিনের তারিখের স্টাম্প দিয়ে ওই দিনের জন্য টিকিটটি বৈধ করে নিতে হবে। তারপর আপনি আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী ওই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে পারবেন।

কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.