Adsence

মাথাব্যথা হলেই প্যারাসিটামল খাচ্ছেন? মাথার কোন দিকের ব্যথা কোন সমস্যার ইঙ্গিত জানেন?

 Headache



সামান্যতম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আগুপিছু বিচার না করেই অনেকে বেদনানাশক ওষুধ খেয়ে নেন।  কারণ না বুঝেই মুঠো মুঠো প্যারাসিটামল খাওয়ার অভ্যাসে অভ্যস্ত অনেকেই। এই দাওয়াই কিন্তু মোটেই সব ধরনের মাথাব্যথার  headache types  জন্য কাজ করে না। মানসিক চাপের কারণে মাথাব্যথা হোক বা মাইগ্রেনের যন্ত্রণা, প্রতিটির কারণ কিন্তু আলাদা। তাই মাথাব্যথার ওষুধ খাওয়ার আগে কিন্তু কারণটা বুঝতে হবে।

 মাথাব্যথা হলেই প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নেওয়াই কোনও সমাধান হতে পারে না। এক এক রকম মাথাব্যথা এক এক রকম সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই সমস্যা বুঝে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাওয়া উচিত।

Headache problem 

 

মাথায় ঠিক কোন কারণে ব্যথা হচ্ছে, বুঝবেন কী করে, বুঝিয়ে দিলেন চিকিৎসক।

Headache problem solution

 

মাথার সামনের দিকে ব্যথা হলে: সাধারণত ঘুম কম হলে এই ধরনের মাথাব্যথা হয়, ছাড়া অত্যধিক স্ক্রিন টাইমের কারণে যদি চোখে ব্যথা হয়, সেই থেকেও মাথার সামনের অংশে ব্যথা শুরু হতে পারে।

 

মাথার উপরে ব্যথা হলে: এই ধরনের ব্যথা হলে বুঝতে হবে শরীরের খাবারর জলের প্রয়োজন আছে।

 

মাথার পিছনে ব্যথা হলে: অত্যধিক মানসিক চাপ হলে মাথার পিছনের দিকে ব্যথা শুরু হয়। ছাড়া ঘাড় আর মেরুদণ্ডের কোনও সমস্যা থেকেও মাথার পিছনের অংশে ব্যথা হতে পারে।

 

মাথার দুপাশে ব্যথা হলে: উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের আছে, তাঁদের অনেক সময়ই মাথার দুপাশে ব্যথা হয়।

 

মুখের সামনের অংশে ব্যথা হলে: সাইনাসের সমস্যার কারণে অনেক সময় কপাল, নাক গালের হাড়ের চারপাশে ব্যথা শুরু হয়।

 

মাথার এক দিকে ব্যথা: এই সমস্যা অনেকেরই হয়। মাইগ্রেনের সমস্যা হলে মাথা জুড়ে ব্যথা হয় না, কেবল কোনও এক দিকে তীব্র যন্ত্রণা শুরু হয়।

চিকিৎসক মননের মতে, এর পর থেকে ওষুধ খাওয়ার আগে মাথাব্যথার সঠিক কারণ বুঝে নিন। আর সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার পরেই ওষুধ খাওয়া শ্রেয়।

কোন মন্তব্য নেই

If you have any question, Please let us Know

Blogger দ্বারা পরিচালিত.